আনোয়ারায় জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা।। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বৈরাগ ইউনিয়ন শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন বৈরাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আনিসুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহামুদুল হাসান চৌধুরী। তিনি বক্তৃতায় বলেন, “আগামীর প্রজন্মের ভোট দাঁড়িপাল্লা মার্কায় হোক। জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে আমরা শান্তি ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও কর্ণফুলী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসমাইল হক্কানি, আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গণি, বাকলিয়া থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম খান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মোঃ নাছির উদ্দীন শাহ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি হাফেজ মিজানুল করিম সিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।