বান্দরবানে বম সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরতে সেনাবাহিনীর সহায়তা

অনলাইন ডেস্ক।।
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, নৈসর্গিক বৈচিত্র্য ও নানাবিধ সংস্কৃতির মিলনস্থল পাহাড়ের মনোমুগ্ধকর জেলা বান্দরবান। জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে পাহাড়ের মানুষ নিরাপদ ও স্বাভাবিক জীবনযাত্রা উপভোগ করতে পারে।
২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলার দুটি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ-এর সশস্ত্র সন্ত্রাসীদের ব্যাংক ডাকাতি মামলায় আটক ১৯৯ জন বম সদস্যের মধ্যে এখন পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় ১০৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া অধিকাংশ সদস্যই স্বাভাবিক জীবনে ফিরতে বান্দরবান রিজিয়নে দেখা করতে আসেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ২৮ জন জামিনপ্রাপ্ত সদস্য রিজিয়ন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রিজিয়ন কমান্ডার তাদের স্বাগত জানিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করেন এবং প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।”
অন্যদিকে, বাংলাদেশ থেকে পালিয়ে মিজোরামসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া অনেক বম সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় নিজ নিজ পাড়ায় ফিরে এসেছেন। ইতিমধ্যে মিজোরাম থেকে ১৬২টি পরিবারের ৪১৩ জন নারী, পুরুষ ও শিশু নিজ গ্রামে প্রত্যাবর্তন করেছেন। প্রত্যাবর্তনকারীদের প্রতিটি পরিবারকে সেনাবাহিনী খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও চিনি) সরবরাহ করেছে। পাশাপাশি ঘরবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সেনাবাহিনী।