ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৫ - ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন

  • আপডেট: Friday, September 19, 2025 - 2:00 pm

আহমদ বিলাল খান, রাঙামাটি।। বড়ুয়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাঙামাটিতে প্রধান কার্যালয় স্থাপন করেছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের আসামবস্তির রূপন টাওয়ারের দ্বিতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক ও রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া, রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি রূপন বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বাধীন বড়ুয়া নিশু, রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, সদর উপজেলা কমিটির সদস্য বাসনা বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র বড়ুয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেবাশীষ বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া, কাপ্তাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, পৌর কমিটির সভাপতি উদয়ন বড়ুয়া, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক রুবেল বড়ুয়া, জেলা কমিটির অর্থ সম্পাদক প্রকাশ বড়ুয়া, কাউখালী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জীবন বড়ুয়া, জেলা কমিটির সভাপতি বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া, কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল চৌধুরী ও কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া প্রমুখ।

এ সময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ উদ্বোধন ও সমন্বয় সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও বৌদ্ধ ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি জেলা কমিটির সভাপতি বুলবুল চৌধুরী।