ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।। রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তত্ত্বাবধানে মাদক চোরাচালান ও মাদকের ব্যবহার রোধে এক সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। মানুষ সচেতন হলে মাদক থেকে বিরত থাকবে, কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। দীর্ঘমেয়াদে এটি সামাজিক আন্দোলনে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।
ক্যাম্পেইনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), চিকিৎসক, নির্বাচিত কলেজের অধ্যক্ষ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।