ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৫ - ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম

কুতুবিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট: Friday, September 19, 2025 - 1:50 pm

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি।। কুতুবদিয়ায় রাজিয়া সুলতানা (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুজিব কিল্লা এলাকায় শ্বশুরবাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজিয়া সুলতানা ওই এলাকার ইলিয়াস আলীর স্ত্রী। স্থানীয়দের দাবি, তাদের দাম্পত্য জীবনে কলহ ছিল এবং রাজিয়াকে প্রায়ই মারধর করা হতো। এ ঘটনায় নিহতের স্বামী ইলিয়াস আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় রাজিয়া সুলতানাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী ইলিয়াস আলীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।