টেকনাফে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজার সংবাদদাতা।। কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফের সাবরাং ইউনিয়নের স্লুইচ গেইট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তরে অবস্থানরত একটি পাচারকারী চক্র মিয়ানমার হয়ে নাফ নদী পেরিয়ে মাদক চালান গ্রহণের অপেক্ষায় ছিল বলে জানা যায়।
গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের মংডু থানার খারাংখালী গ্রামের মো. উসমানের পুত্র ওমর সিদ্দিক (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
সংবাদ ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “এই অভিযান দেশের সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনে র্যাব-বিজিবির নিরলস প্রচেষ্টার দৃষ্টান্ত। সাড়ে ৩ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক হওয়া প্রমাণ করে যে আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











