সাতকানিয়ায় মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীর উপর হামলা, বন্দুক উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি।। চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুবাইপ্রবাসী মো. আবু বক্কর (৩৫) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের আলী চাঁনপাড়া নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মৃত হাজী নুর আহমদের ছেলে।
আবু বক্করের অভিযোগ, ডালিম, ইয়াছিন ও আবিদ মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা তাকে বেধড়ক মারধর করে। এসময় তিনি ডালিমের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে আরও কয়েকজন সন্ত্রাসী এসে তার মাথায় বন্দুকের আঘাত করলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে পাঠায়। তার মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়েছে।
আবু বক্কর জানান, সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে এসে এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদক সিন্ডিকেট তাকে হত্যার চেষ্টা চালায়। এর আগের রাতেও মাদককারবারীরা তার বাড়ির কাছে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে ও হুমকি দেয়।
এ ঘটনায় স্থানীয় জনতা ডালিমের কাছ থেকে একটি ওয়ানশুটার গান কেড়ে নিয়ে পুলিশে জমা দেয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। জনতার কাছ থেকে একটি গুলি ভর্তি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে। আহতের বড় ভাই আবুল বশর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।