জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন ছাতকের ড. জয়নাল আবেদীন
আপডেট: Wednesday, September 17, 2025 - 5:53 pm
আহমদ বিলাল খান।। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন ছাতকের কৃতি সন্তান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও জাতিসঙ্ঘের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী (AHRI)যুক্তরাজ্য সভাপতি তথ্য প্রযুক্তিবিদ ড.জয়নাল আবেদীন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ড. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত বলেন, তিনি জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে কর্পোরেট ফ্লাইটে যুক্তরাষ্ট্রে (নিউইয়র্কে) পৌঁছাবেন।
ড. জয়নাল আবেদীন বলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে লুইজ মারিয়া জুয়েল ফাউন্ডেশন (AHRI) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছাতক সমিতির সাথে ২৪ সেপ্টেম্বর মতবিনিময় মেইন্ডলেন্ড শীর্ষক আলোচনা করবেন।
ড. জয়নাল আবেদীন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সন্তান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে (সুনামগঞ্জ -৫) আসনে এমপি পদপ্রার্থী।
জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে ছাতক-দোয়ারার ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল শ্রেনীর পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।