ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে পিতাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 1:27 pm

কক্সবাজারে প্রতিনিধি।। কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় বাবাকে হত্যার পর বাড়ির পেছনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রফিককে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা সৈয়দ ও ছেলে রফিকের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রফিক কাঠ দিয়ে বাবাকে সজোরে আঘাত করলে তিনি মারা যান। পরে রফিক তার ছোট ভাইকে নিয়ে মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পেছনে ধানক্ষেতের পাশে মাটিচাপা দেন।

মঙ্গলবার বিকেলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। তারা জরুরি সেবা ৯৯৯-এ কল করলে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত সৈয়দ পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি রোহিঙ্গা হলেও পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে খুরুশকুল এলাকায় বসবাস করছিলেন। তবে নিহত ও তার পরিবার রোহিঙ্গা কিনা, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘাতক ছেলে রফিককে আটক করা হয়েছে এবং তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।