মানিকছড়িতে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আলমগীর হোসেন, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলামের ওপর পরিকল্পিতভাবে মোটরসাইকেল চাপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন যুবদলের উদ্যোগে তিনটহরী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউনুছ আলী সুমন এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জুবায়ের হোসেন জুয়েল। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোরশেদ, পলাশ দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকতার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউস সানি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব হাসান প্রমুখ।
বক্তারা বলেন, “আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়ে আসছে। এরই সাম্প্রতিক উদাহরণ যুবদল নেতা নুরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত সুষ্ঠু বিচার দাবি করছি।”
প্রতিবাদ সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
এর আগে গত সোমবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় যুবলীগ কর্মী আবদুল মোমিন যুবদল নেতা নুরুল ইসলামকে মোটরসাইকেল চাপা দেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ মোমিনসহ দুইজনকে আটক করে। গুরুতর আহত নুরুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।