ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইহাট সেনা জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 11:44 am

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোন দপ্তরে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ১৪ ইস্ট বেঙ্গলের নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মনিরুল ইসলাম (পিপিএম বার, পিএসসি) এবং বিদায়ী সিক্স বেঙ্গল জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা (পিএসসি)। এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় নবাগত জোন কমান্ডার বক্তব্য রাখেন। তিনি পাহাড়ে আঞ্চলিক দলের চাঁদাবাজি বন্ধ করা, মাদকদ্রব্য সরবরাহ ও ক্রয়-বিক্রয় রোধ, অপহরণ ও চাঁদাবাজি প্রতিরোধ এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বাঘাইহাট-সাজেক পর্যটন সড়কে নিরাপত্তা জোরদার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।