অস্ত্রের মুখে ব্যবসায়ী অপহরণ, পুলিশের তৎপরতায় উদ্ধার

পটিয়া সংবাদদাতা।। চট্টগ্রামের পটিয়ায় মুন্সেফ বাজার এলাকা থেকে মোহাম্মদ আরজু (২৫) নামে এক মুরগি ব্যবসায়ীকে মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অপহরণ করেছে। তবে পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মুন্সেফ বাজারের উত্তর পাশে। আরজু ওই এলাকার নুরু মিস্ত্রির ছেলে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে।
স্থানীয় সূত্র জানায়, আরজু আগে ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরিচ্যুত হওয়ার পর তিনি মুন্সেফ বাজারে একটি মুরগির দোকান খোলেন। প্রতিদিনের মতো ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে দোকান খোলার পর কিছুক্ষণ পরই ৫-৬ জন মুখোশধারী যুবক তাকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় তাকে চোখ-মুখ বেঁধে ব্যাপক মারধরও করা হয়।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকা থেকে আরজুকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অপহৃত আরজু অভিযোগ করেন, অপহরণকারীদের মধ্যে ফাহিম নামের একজনকে তিনি চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার প্রস্তুতি নিচ্ছিল।
মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন জানান, চাকরি হারানোর পর আরজু মুরগির দোকান চালু করেছিলেন। সকালে মুখোশধারী কিছু যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয় এবং পরে ধলঘাট এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”