ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 12:03 am

চট্টগ্রাম প্রতিনিধি।। চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহীদুল ইসলাম (২৪) নামের এক ডেকোরেটর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখীল এলাকার বৈদ্দ্যের বাড়ির বাসিন্দা মো. শফির ছেলে। তিনি মীর নোয়াবুল মেমোরিয়াল হাই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম ওইদিন সন্ধ্যায় আলীপুর গ্রামে ডেকোরেটর কর্মী হিসেবে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শহীদুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে।