ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

আনোয়ারায় সেনা অভিযানে আটক ৩১ রোহিঙ্গা

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 11:39 pm

আনোয়ারায় সেনা অভিযানে ৩১ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমরা এলাকায় কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়ায় এ অভিযান পরিচালনা করে আনোয়ারা আর্মি ক্যাম্পের (৩৮ এডি রেজিমেন্ট) পেট্রোল টিম। অভিযানে নেতৃত্ব দেন ওয়ারেন্ট অফিসার গানার আল আমিন।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ ছাড়াও একাধিক অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সেনা সূত্রে জানা গেছে, দুই দিন আগে দালালের সহায়তায় তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। সাতটি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়ে দালালরা তাদের নৌকায় করে আনোয়ারায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী, তারা চট্টগ্রাম ও ঢাকায় গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল।

আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।