খাগড়াছড়িতে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ভিডিপি সদস্যদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি।। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৯২২ জন সদস্য তাদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ভিডিপি সদস্যরা অংশ নেন।
বক্তারা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৫ মাস ধরে তারা বেতন-ভাতা পাননি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা অভিযোগ করেন, বেতন না পেয়ে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত, এমনকি ঝিনাইদহে একজন সহকর্মী আত্মহত্যা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভিডিপি সদস্য সুজিত তালুকদার, বেলাল হোসেন ও নুর নবী। তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রতি অবহেলা করা হচ্ছে। দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারা।