বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের মারিশ্যা জোন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র নেতৃত্বে এবং সহকারী পরিচালকসহ একটি বিশেষ টিম মারিশ্যা ইউনিয়নের তুলাবান এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ১৪২.৭৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়। যার সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫২০ টাকা।
জব্দকৃত কাঠ মারিশ্যা বিট কাম চেক স্টেশন ও মারিশ্যা অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”