ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় মদ তৈরির কারখানার হোতা জাহাঙ্গীর আটক

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 10:00 am

আনোয়ারা প্রতিনিধি।। আনোয়ারায় দেশীয় মদ তৈরির কারখানার মূল হোতা হিসেবে পরিচিত মো. জাহাঙ্গীরকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বারশত এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক জাহাঙ্গীর দক্ষিণ বারশত গ্রামের নুর মুহাম্মদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে দক্ষিণ বারশত গ্রামে বিলের মাঝখানে দেশীয় মদ তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। সেখানে তৈরি মদ বিভিন্ন স্থানে বিক্রি হতো। এতে এলাকার যুবসমাজ মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ছিল। মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সভাও করেছেন। অবশেষে সোমবার সন্ধ্যায় কারখানার মূল হোতা জাহাঙ্গীরকে আটক করেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “দক্ষিণ বারশত গ্রামে গড়ে তোলা মদ তৈরির কারখানার মূল হোতা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”