আনোয়ারায় ৩৮ বছরের শিক্ষকতা শেষে অবসরে শম্ভু সরকার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।। চোখের জলে ভাসলো বিদায়বেলা। দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা শেষে অবসরে গেলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শম্ভু সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের এডহক কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান।
১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর এ বিদ্যালয়ে যোগ দেন শম্ভু সরকার। চলতি মাসের ৪ সেপ্টেম্বর তাঁর কর্মজীবনের সমাপ্তি ঘটে। বিদায় উপলক্ষে শিক্ষককে সম্মাননা স্মারক, ফুল ও উপহার প্রদান করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেন।
অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান কায়েস বলেন, “স্যারের শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর সময়ানুবর্তিতা ও নিষ্ঠা আমাদের অনুকরণীয়।” বিদায়ী শিক্ষক শম্ভু সরকার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিদায় কষ্টের হলেও এমন ভালোবাসা পেয়ে আমি অভিভূত। বিদ্যালয়ের প্রয়োজনে আমি পাশে থাকবো।” অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আবু তাহেরের সভাপতিত্বে সহকারী শিক্ষক শান্তনু মজুমদার সঞ্চালনা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।