ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ

  • আপডেট: Monday, September 15, 2025 - 2:00 pm

মহালছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রভাষক একিউট চাকমার সঞ্চালনায় এবং অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী, প্রভাষক জ্ঞান চাকমা, অধ্যাপক দেশপ্রীয় বড়ুয়া, সকল প্রভাষক, কলেজ ছাত্র প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন রাজু এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ রিপাদ।

শিক্ষকরা তাদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিক থেকে কলেজে উত্তীর্ণ হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। বড় সফলতা পেতে হলে এখন থেকেই নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে, একাডেমিক বই গভীরভাবে অধ্যয়ন করতে হবে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে। এসময় তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন ও সফল ব্যক্তিত্ব গঠনে নানা দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভার পর কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।