ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৮:০৮ অপরাহ্ন

শিরোনাম

রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা

  • আপডেট: Monday, September 15, 2025 - 11:04 am
মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের রায়গঞ্জের (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রতিনিয়ত সংগঠিত দূর্ঘটনা এড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের (সাসেক প্রকল্প -২) উপ প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেমের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুঁইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী, শ্রমিক নেতাসহ  সচেতন মহলের একাংশ।
আলোচনা সভায়, সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা ঢাকা বগুড়া মহাসড়কের জনগুরুত্বপূর্ণ ভুঁইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পার্শ রাস্ত খুলে দেওয়া, রাস্তার পাশের বৃক্ষ অপসারণ ও রোড ডিভাইডার নির্মানের আশ্বাস দেন।
এ সময় সড়ক ও জনপদ বিভাগ (সাসেক প্রকল্প ২) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভুঁইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ সচেতন মহলেরা উপস্থিত ছিলেন।