ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৬:৪২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, September 15, 2025 - 10:09 am

কাপ্তাই প্রতিনিধি ।।গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে স্থানীয় ৫০ জন নারী অংশ নেন।

‘তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার’— এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী। তিনি বলেন, “নারী সমাজকে দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজের সব ধরনের বৈষম্য দূর করে ন্যায়সঙ্গত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।”

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অফিস সহকারী মোহাম্মদ মইন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, স্কুলের প্রধান শিক্ষক সুই অং প্রু মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

আয়োজকরা জানান, এ ধরনের সমাবেশ নারীদের মাঝে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণে উৎসাহিত করবে।