রামগড়ে মারমা ঐক্য পরিষদের ৭ম কাউন্সিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় শাখার ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এই কাউন্সিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। তিনি বলেন, “অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চাকরি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার থাকতে হবে।”
কাউন্সিলে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাথোয়াই প্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মংসাপ্রু কার্বারী, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমা, মহিলা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি নুমাইচিং মারমা, কাউখালি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি থুইশেলা মারমা, সাধারণ সম্পাদক উসাচিং মারমা এবং মহিলা ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উক্রাচিং মারমা প্রমুখ।
কাউন্সিলে চাইলাপ্রু মারমাকে সভাপতি, অংশেপ্রু মারমাকে সাধারণ সম্পাদক এবং চাইথোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রামগড় পৌর কমিটি ঘোষণা করা হয়।