ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ১:০০ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

  • আপডেট: Sunday, September 14, 2025 - 3:12 am

কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজার শহরে স্ত্রীর সামনে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ঘাতক বীরেন চাকমা (৫৪) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রঞ্জন চাকমা সম্প্রতি স্ত্রী কালোদেবী চাকমা (৩৫) কে নিয়ে রাঙামাটি থেকে কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। তারা পরিচিতজন বীরেন চাকমার ভাড়া বাসায় উঠেন। বীরেনও কয়েক মাস আগে রাঙামাটি থেকে এসে একই এলাকায় ভাড়া থাকছিলেন।

স্থানীয়রা জানান, রাতে মদ্যপ অবস্থায় বীরেন রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে রঞ্জনকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বীরেন। এরপর পালানোর চেষ্টা করলে তার হাতে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া করে আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহতের স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখেন। তারা জানান, “স্ত্রীর সামনে স্বামীকে এভাবে খুন করা খুবই নৃশংস ঘটনা।”

খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রঞ্জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, “ঘাতককে স্থানীয়রা ধরে আমাদের হাতে দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণচেষ্টার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।” তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে চিকিৎসা ও ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।