কাপ্তাইয়ে হাতির আক্রমণে অটোরিকশা ক্ষতিগ্রস্ত

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী সড়কে বন্য হাতির আক্রমণে একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণে রক্ষা পেয়েছেন চালক।
ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাপ্তাই নৌবাহিনী সড়কের মাইচ্ছাঘোনা এলাকায়। ক্ষতিগ্রস্ত চালক সিরাজুল ইসলাম জানান, নৌবাহিনী স্টেশন থেকে নতুনবাজারের উদ্দেশে রওনা হলে হঠাৎ একদল বন্য হাতি সড়কে নেমে আসে। এসময় হাতিরা গাড়ির ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে নামতে সক্ষম হলেও হাতির দল অটোরিকশাটি ভেঙে চুরমার করে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, বিষয়টি নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত চালককে সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা প্রদান করা হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বন বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।