ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৫ - ৮:২৫ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, September 13, 2025 - 12:38 pm

চন্দনাইশ প্রতিনিধি।। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিড়িংঘাট এলাকায় নববিবাহিতা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সালিমা সুলতানা (১৮) একই এলাকার কামাল উদ্দীনের মেয়ে। সাত মাস আগে প্রেমের মাধ্যমে তার বিয়ে হয় ধোপাছড়ির লোকমান গনির ছেলে সাইফুল ইসলামের সঙ্গে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সাইফুল স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিজ বাসায় না নেওয়ায় তাদের দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সাইফুল শ্বশুরবাড়ি গিয়ে কিছু সময় অবস্থান করে চলে আসেন। পরে পরিবারের লোকজন সালিমাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।