রামুতে বাঁকখালী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রামু সংবাদদাতা।।কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদী থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডেইঙ্গা পাড়া এলাকার নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, সকালে নদীতে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের রশিতে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ২২-২৩ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, মরদেহটি সম্ভবত দূর থেকে ভেসে এসেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।