ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বাঁকখালী নদীর কাশফুল বাগান রক্ষায় সচেতনতার আহ্বান

  • আপডেট: Thursday, September 11, 2025 - 12:18 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের পর চোখে পড়েছে দৃষ্টিনন্দন কাশফুল বাগান। প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে দুঃখজনকভাবে অনেকে কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, যা পরিবেশ ও প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এ বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কক্সিয়ান এক্সপ্রেস। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, কাশবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি নদীর ভাঙন রোধে সহায়তা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অযথা কাশফুল ছেঁড়া বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনটি তিন দফা আহ্বান জানিয়েছে—
১. ঘুরতে এসে কাশফুল ছিঁড়বেন না, প্রকৃতিকে স্বাভাবিক রূপে উপভোগ করুন।
২. শিশু-কিশোরদের প্রকৃতি রক্ষার শিক্ষা দিন।
৩. প্রশাসন ও গণমাধ্যম সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখুক।

কক্সিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে,  প্রকৃতি আমাদের সম্পদ, এটিকে ধ্বংস নয় বরং সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আসুন, বাঁকখালীর পাড়ের কাশফুল বাগানকে সবার জন্য রক্ষা করি।