ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে ভয়াবহ আগুনে পুড়লো দোকান বাসাবাড়ি

  • আপডেট: Thursday, September 11, 2025 - 10:18 am

রাঙামাটি প্রতিনিধি।।রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে লঞ্চঘাট এলাকার একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং লংগদু জোনের সেনাবাহিনীর একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যৌথ প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত দুটি হোটেল, দুটি কুলিং কর্নার, একটি মুদি দোকান এবং পেছনে থাকা বেশ কয়েকটি বাসাবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। তবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত এবং সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।