ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

মোংলা পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে যুবক নিখোঁজ, উদ্ধারের চেষ্টা চলছে 

  • আপডেট: Saturday, August 23, 2025 - 7:00 am
(স্টাফ রিপোর্টার) মোংলা।। মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে একজন লস্কর নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশী অভিযান।
কোস্ট গার্ড জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা বাল্কহেড এম,ভি শোভা’র লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫টায় নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশী অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
নিখোঁজ রাব্বি ঝালকাঠির কাঠালিয়ার জলিল শিকদারের ছেলে। এদিকে নিখোঁজের সন্ধান কার্যক্রমকে সহায়তা ও তদারকি করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বাল্কহেড এম,ভি শোভার মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম লোড করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন স্টাফ বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা খোজাখুজি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছেন। বাল্কহেডে আমরা ৭ জন স্টাফ-কর্মচারী ছিলাম।