ঢাকা | আগস্ট ১৪, ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক, কফিনে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: Wednesday, August 13, 2025 - 8:08 am

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ ১৩ আগস্ট ২০২৫ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক মাহফুজা খানম গতকাল ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।