ঢাকা | আগস্ট ৬, ২০২৫ - ১০:৩০ অপরাহ্ন

৩৬ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের র‍্যালী

  • আপডেট: Tuesday, August 5, 2025 - 2:52 pm
এসটি সাকিল।। ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলের আয়োজন করা হয়েছে।

‎আজ মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে আমীর মাওলানা মাকসুদুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন মডেল মসজিদ সামনে থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট এসে শেষ হয়।

‎এসময় ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রাথী মাওলানা ফজলুল হক বলেন, জুলাই ছাত্র আন্দোলন মুল লক্ষ্য উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন বাংলাদেশ যা আজ-ও হয়ে ওঠেনি তবে এক স্বৈরাচার পালিয়েছে আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেওয়া হবে না।

‎তিনি আরো বলেন, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনাদের সমর্থন ও আপনাদের মূল্যবান ভোটটি চাই, আপনাদের সমর্থন ও আল্লাহর রহমতে আমার ক্ষমতায় আসলে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবো।

‎এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন জামায়াতে নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ অলিউল্যাহ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী, সমর্থক গন।