প্রচ্ছদ » » ৩৬ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের র্যালী
৩৬ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের র্যালী
আজ মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে আমীর মাওলানা মাকসুদুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন মডেল মসজিদ সামনে থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট এসে শেষ হয়।
এসময় ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রাথী মাওলানা ফজলুল হক বলেন, জুলাই ছাত্র আন্দোলন মুল লক্ষ্য উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন বাংলাদেশ যা আজ-ও হয়ে ওঠেনি তবে এক স্বৈরাচার পালিয়েছে আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনাদের সমর্থন ও আপনাদের মূল্যবান ভোটটি চাই, আপনাদের সমর্থন ও আল্লাহর রহমতে আমার ক্ষমতায় আসলে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবো।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন জামায়াতে নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ অলিউল্যাহ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী, সমর্থক গন।