ঢাকা | জুলাই ২১, ২০২৫ - ৮:১৬ পূর্বাহ্ন

বাডডায় মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে গণ-মিছিল

  • আপডেট: Saturday, July 19, 2025 - 2:23 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর পূর্ব বাডডায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে ফোর লেন ওয়েলফেয়ার সোসাইটি, পাঁচ তলা বাড়িওয়ালা সমাজ, কৃষি ব্যাংক -বৈঠা খালী সোসাইটি, আলিফ নগর সোসাইটির যৌথ উদ্যোগে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি চার সোসাইটির প্রতিটি সড়ক অলিগলি প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে হুশিয়ারি জানানো হয়। এতে অংশ নেন সমাজের নানা পেশার মানুষ।

এসময় কাজী আনোয়ার হোসেন মিন্টু, মো. সালাউদ্দিন, জাহাঙ্গীর খান, তাজীমুল হক, মনির হোসেন, আকরাম হোসেন টিটুসহ মিছিলে চারটি সংগঠনের বিভিন্ন পদের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য বাদল চৌধুরী, পুলিশ পরিশর্দক (অব:), গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম মনির, জহিরুল ইসলাম জহির, শরীফুল ইসলাম সরকার, আলী হোসেন, অ্যাডভোকেট মানিক ও অ্যাডভোকেট জামাল, মশিউর রহমান বাচ্চু, আরিফ আহমেদ বাবলু, ঈনুনুল হক স্বপন, আব্দুর রাজ্জাক মিন্টু, রফিকুল ইসলাম রাজু, নিজাম সরকার, রূপ মিঞা, আনন্দ কুমার দাস, জালাল হাওলাদার, হাজী জালাল, হারুন মিয়া, নিউটন ভূইয়া, মোঃ সেলিম, জুয়েল, সাইফুল, আলী, বাবলু, রূপ মিয়া, নুরুল হক, আবদুর রউফ ভূইয়া, রাহাদ হুসাইন ভুইয়া, আনিসুল ইসলাম পলাশ, লিপন, মানিক, দাদন মুন্সী, মিজানুর রহমান,সালাম, যুবরাজ,জুয়েল, আমিনুল ইসলাম, রফিক, শাহরিয়ার সজল অভি, শ্রীচরণ, আলেকসহ প্রমুখ।

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ‘ফোর লেন ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি কাজী আনোয়ার হোসেন মিন্টু।

তিনি বলেন, একটি সুস্থ, মানবিক সমাজে মাদকাসক্তি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই। পূর্ব বাড্ডায় যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে হবে। এজন্য সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রশাসনের প্রতি কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সমাজের সকল নাগরিককে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।