যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে নিহত শহীদ জিহাদের স্মরণ সভা অনুষ্ঠিত

জাগো জনতা অনলাইন।। ১৯ জুলাই ২০২৪ তারিখের আজকের দিনে যাত্রাবাড়ীর কাজলা বাস স্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়ে মারা যান কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ জিহাদ। তার বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়। আজ ১৯ জুলাই ২০২৫ তারিখ তার ১ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে শহীদ জিহাদ স্মরণ সংঘ এর উদ্যোগে আয়োজিত হয় জুলাইয়ের বীর যোদ্ধা শহীদ জিহাদের স্মরণ সভা। এতে সভাপতিত্ব করেন মুহাম্মাদ উল্লাহ মধু। সঞ্চালনা করেন রিয়াদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজের সাবেক সভাপতি জাহিদুল সুমন, সহ-সভাপতি নাহিদ হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কবি নজরুল সরকারি কলেজের যুগ্ম আহবায়ক সাব্বির আলম ইভান, জিহাদের প্রতিবেশী আহম্মদ উল্লাহ মুন্না, পিয়াস মাহমুদ, বাপ্পী ইসলাম, মো. সবুজ, সহযোদ্ধা আনোয়ার ইব্রাহিম, নাইম হামিদ পৃথুসহ অন্যান্য সহপাঠী ও সহযোদ্ধারা।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ মধু প্রথমেই জিহাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে জুলাইয়ে গণহত্যা চালানো সকল ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতদের দাবী জানান। এছাড়া শহীদ জিহাদের স্মৃতি চারণ করতো গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পরেন।
তিনি বলেন শহীদ জিহাদদের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। তাই রাষ্ট্র গঠনে আমাদের অনেক দায়িত্ব আছে। একসঙ্গে সরকারের অনেক দায়িত্ব রয়েছে। সরকারের উচিত জুলাই সনদ প্রকাশ ও খুনীদের বিচার নিশ্চিত করা।
আলোচনার শেষে শহীদ জিহাদসহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।