পিসিসিপি’র বান্দরবান শাখার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাগো জনতা অনলাইন।। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ উপহার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৫ জুলাই) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। সভাপত্বি করেন পিসিসিপি’র বান্দরবান শাখার সভাপতি আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন পিসিসিপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাজমুদ, সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের মাঝে মাল্টা, পেয়ারা, আম, কামরাঙাসহ বিভিন্ন ফুল এবং ফল গাছের বৃক্ষ উপহার দেওয়া হয়।
সংগঠনের নেতারা বলেন, গাছ না কেটে বরং গাছ লাগান। তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। একইসঙ্গে পরিবেশও বাস উপযোগী হবে।
প্রসঙ্গত, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়। এটি আমাদের ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি। কারণ পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতার জন্য গাছ অন্যতম ভূমিকা পালন করে। অথচ নগরায়নের চাপে গাছ হারিয়ে যাচ্ছে। যা পরিবেশের জন্য বড় হুমকি। তাই সবার গাছ লাগানো উচিত। কারণ এই ছোট্ট প্রয়াসই হতে পারে আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীর ভিত্তি।