ঢাকা | জুলাই ১৭, ২০২৫ - ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম

৪ অক্টোবর ইন্টার ইউনিভার্সিটি বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা: পুনাব

  • আপডেট: Sunday, July 13, 2025 - 4:43 pm

নিজস্ব প্রতিবেদক।। প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (পুনাব) এর উদ্যোগে আগামী ৪ঠা অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার ইউনিভার্সিটি বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।

আজ রোববার (১৩ জুলাই) রাতে সংগঠনের সহ-সভাপতি আসিফ মোহাম্মদ বিন আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন অনুমতি দেয়ায় আগামী ৪ঠা অক্টোবর ২০২৫ ইন্টার ইউনিভার্সিটি বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যার আয়োজনে থাকবেন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (পুনাব)।

এ প্রতিযোগিতায় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। যা দেশের শরীরচর্চা ও ফিটনেস সংস্কৃতিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরো উৎসাহিত করবে।পাশাপাশি উচ্চশিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে এক নতুন মাত্রা যোগ করবে।