সাংবাদিক মালিহা চৌধুরীর ওপর হামলা: গ্রেফতার দুইজন কারাগারে

জাগো জনতা অনলাইন।। সাবলেট বাসা ভাড়া নিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে বাধা দেয়ায় আমেরিকা ভিত্তিক টিভি চ্যানেল টিবিএন ২৪ এর ব্রডকাস্ট জার্নালিস্ট মালিহা চৌধুরীর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হওয়া দু’জন হলেন, জান্নাতুল ফেরদৌস অনন্যা ও তার স্বামী মো. শাহনুর করিম নুর। রাজধানীর আদাবর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা সম্পর্কে সাংবাদিক মালিহা চৌধুরী জানান, প্রায় তিন মাস ধরে আসামীরা তাদের বাসার একরুম সাবলেট ভাড়া নিয়ে বসবাস করছেন। কিন্তু শুরু থেকেই তাদের মধ্যে সন্দেহজনক আচরণ দেখা যায়। তুচ্ছ কথাবার্তায়ও তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়। ঘরের মধ্যে সারাক্ষণ চিৎকার, চেচামেচি, গালাগালি করে পরিবেশ নষ্ট করতে থাকে। মাস খানেক আগে তাদের এ বিষয়ে সতর্ক করা হলে তারা ক্ষেপে যায় এবং মালিহা চৌধুরীকে জীবন নাশের হুমকি দেয়। তখন পুলিশকে মৌখিক ভাবে জানিয়ে রাখা হয়। ধীরে ধীরে তাদের মধ্যে মাদক সেবনের প্রতিক্রিয়া ধরা পড়তে থাকে।
সবশেষ, গত ৯ জুলাই-২০২৫ দুপুরে কোনো কারণ ছাড়াই বিনা উস্কানিতে মালিহা চৌধুরীর বাসায় একা থাকার সুযোগে রুমের দরজায় লাথি মারতে থাকে এবং মশলা বাটার পুতা (শিল) দিয়ে সজোরে আঘাত করতে থাকে। শব্দ পেয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা শিল দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করতে থাকে। মালিহা চৌধুরী ফ্লোরে পড়ে গেলে আসামীরা দুজন মিলে তার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করতে থাকে। এক পর্যায়ে বটি এনে তাকে হত্যার চেষ্টা করে। এসময় মালিহা চৌধুরী তাদের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলে শরীরের বিভিন্ন জায়গায় লাথি, কিল, ঘুষি মেরে তারা রুমে চলে যায়। এসময় তারা মালিহা চৌধুরী দুটি মোবাইল ফোন ও ঘরের ব্যবহারিক জিনিসপত্র ভাঙচুর করে। ছিনিয়ে নিয়ে যায় হাতে থাকা স্বর্ণের ব্রেসলেট।
এক পর্যায়ে জ্ঞান ফিরলে মালিহা চৌধুরী ৯৯৯ নাইনে ফোন দিলে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে রাতে আত্মীয় স্বজনদের সহায়তায় থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন আদার থানার ওসি মোহাম্মদ জাকারিয়া। পরে মামলা এজাহারভুক্ত করে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।