ঢাকা | জুলাই ৩, ২০২৫ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

রাজৈর থানা পুলিশের সহয়তায় নিখোঁজ শিশু ফিরে পেল পরিবার 

  • আপডেট: Thursday, July 3, 2025 - 10:42 am

শিব্বীর আহমেদ, মাদারীপুর।। এক নিখোঁজ শিশুকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়ে মাদারীপুরের রাজৈর থানা পুলিশ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী মন্ডলপাড়ার বাসিন্দা লিটন মোল্লা ও মুক্তা বেগমের ১০ বছর বয়সী ছেলে রিফাত সম্প্রতি ফাতেমা মঞ্জিল মাদ্রাসা থেকে পালিয়ে অজানার উদ্দেশে রওনা হয়। পথচলা শেষে সে এসে পৌঁছায় মাদারীপুরের রাজৈর উপজেলায়।

স্থানীয়রা অসহায় অবস্থায় রিফাতকে দেখতে পেয়ে রাজৈর থানায় খবর দেন। রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ হোসেন খাঁন তাৎক্ষণিকভাবে শিশুটির সাথে কথা বলে তার পরিচয় ও পরিবারের ঠিকানা শনাক্ত করেন। পাশাপাশি বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে দেন।

এরপর রিফাতের পরিবারের সন্ধান মেলে। আজ বুধবার  (৩ জুলাই) শিশু রিফাতকে আনুষ্ঠানিকভাবে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়। ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত রিফাতের বাবা-মা রাজৈর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর উত্তরসূরি মুফতি হানজালা বলেন, “মাদ্রাসা থেকে শিশু-কিশোরদের পালিয়ে যাওয়ার ঘটনা মাঝে মাঝেই ঘটে। এমন পরিস্থিতি প্রতিরোধে আলেম সমাজ, শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিশুদের প্রতি সহমর্মিতা ও সঠিক নজরদারি নিশ্চিত করতে হবে।”

রাজৈর থানার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে বলে এলাকাবাসীর অভিমত।