ঢাকা | জুলাই ৩, ২০২৫ - ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

চবিতে পিসিসিপি’র কমিটি গঠন, সভাপতি তারেক ও সম্পাদক মাসুদ

  • আপডেট: Thursday, July 3, 2025 - 10:28 am
আহমদ বিলাল খান।। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নবগঠিত কমিটিতে মো. তারেক মনোয়ারকে সভাপতি ও মো. মাসুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বুধবার (২ জুন) রাতে পিসিসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের স্বাক্ষরিত এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক সানু আক্তার নদী, সাংগঠনিক সম্পাদক দিদার আলী সরকার, দপ্তর সম্পাদক মো. আনোয়ার, প্রচার ও মিডিয়া সম্পাদক মোতালেব হোসেন, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম, পাটচক্র বিষয়ক সম্পাদক আবু আয়াজ এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুর রহমান।