ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম

মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 18, 2025 - 7:11 am

জাগো জনতা অনলাইন।। রাজধানীর মিরপুরে প্রকাশ্য মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বুধবার (১৮ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৭ মে রাত ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় একদল দুর্বৃত্ত ব্যবসায়ীর গতিরোধ করে। ছয় জনের ওই দলটি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

‘পরে গোয়েন্দা পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছয় জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া অর্থের একটি অংশ, বিদেশি অস্ত্র এবং ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।’