ঢাকা | মে ৯, ২০২৫ - ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত দুই নারীর একজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 9, 2025 - 4:49 am

নিজস্ব প্রতিবেদক।। ঢাকার বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা ঘটনায় আলোচিত ২ নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউনিভার্সিটি অব স্কলার্স এর ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনাকে আজ শুক্রবার (৯ মে) ভোর রাতে অভিযান চালিয়ে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরে দুপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।