ঢাকা | মে ৯, ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

চুনকাকুটির থেকে সাবেক মেয়র আইভী গ্রেফতার

  • আপডেট: Friday, May 9, 2025 - 3:39 am

 

জাগো জনতা অনলাইন।। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টায় আইভীর বাড়িতে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অবস্থান নেয়। তখন আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। তখন মুহুর্তের মধ্যে আইভীর বাড়ির চারপাশে সড়কে অবস্থান নেয় এলাকাবাসীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন,‌ সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে আসলে তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হয়নি। পরে তিনি বলেছেন, ভোরে যাবেন। তিনি কথা মতই ভোরে আমাদের কাছে আসলে তার বাসার দরজার সামনে থেকে তাকে গ্রেফতার করেছি। তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।