ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা সার্বভৌমত্বের জন্য হুমকি

জাগো জনতা অনলাইন।। খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের ঘটনা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে জানিয়েছেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
সংবাদ বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক বাংলাদেশীকে সীমান্তে হত্যা করাছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। কখনো পাখির মত গুলি করে মেরেছে, আবার কখনো মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই বিষয়গুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশের বিরুদ্ধে সুপরিকল্পিত একটি চক্রান্তের অংশ। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল দিয়ে ভারতীয়দের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরীর অপচেষ্টা চালাচ্ছে যা আমাদের দেশের সামগ্রিক সার্বভৌমত্ব খর্বিত করার প্রয়াস। আমরা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর এমন ন্যাক্কার জনক পরিকল্পনার গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জ্ঞাপন করছি।
গতকাল বুধবার ভোর ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৯ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেন বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারি।
অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে স্থানীয় সকল নাগরিক এবং রাজনৈতিক নেতাদের মাঝে দাবি করে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায আরও বলেন, সব ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করা যায় না। আজকে ৬৬ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ ঘটেছে, আগামীকাল ৬০০০ জন অনুপ্রবেশ করবে তারপর হবে ৬ লাখ।
বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এই ৬৬ ভারতীয় নাগরিক কে বাংলাদেশে আশ্রয় দিয়েছে মানবিক দিক বিবেচনা করে। এর আগে আমরা দেখেছি লাখ লাখ রোহিঙ্গা মানবিক দিক বিবেচনা করে স্থান পেয়েছিল বাংলাদেশ ভূখণ্ডে। এখন তারা বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। রোহিঙ্গাদের এই ইস্যুটি বাংলাদেশের সার্বভৌমত্ব কে হুমকির মুখে দাঁড় করিয়ে রেখেছে। তাই আমরা চাই না অতীতের মতো এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক।
দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিতে চায় একটি মহল। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। যেখানে পৃথিবীর কোন দেশ এমন মানবিক দৃষ্টান্ত দেখাচ্ছে না সেখানে আমরা ছোট একটি দেশ কেন বারবার মানবিক বিবেচনার নামে অবৈধ বাসিন্দাদের আশ্রয় দিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় কটাবো?
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ঘটায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৬৬ জন ভারতীয়কে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অনুপ্রবেশ করা ব্যক্তিরা স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কে অতিদ্রুত সময়ের মধ্যে অবৈধ অনুপ্রবেশ কারি ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে দিতে অনুরোধ জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।
অনুপ্রবেশ করা ব্যক্তিরা ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা বলে দাবি করেন। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
গতকাল ভোরে মাটিরাঙ্গা উপজেলায় অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিকেরা প্রথমে স্থানীয় লোকজনের বাড়িতে আশ্রয় নেন। এরপর লোকজন খবর দিলে বিজিবি অনুপ্রবেশকারীদের তাঁদের হেফাজতে নিয়ে যায়। ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশ আশ্রয়প্রদানের ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) কে জাতির সম্মুখে স্পষ্ট বক্তব্য প্রদানের দাবি জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।