ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

ইউপি সদস্যকে চাঁদার টাকা না দেওয়ায় ২১ দিন বাড়িছাড়া চার পরিবার

  • আপডেট: Monday, March 24, 2025 - 7:22 am

সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরার আশাশুনিতে চাঁদার না দেওয়ায় চারটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ৫ আগস্টের পর থেকে স্থানীয় ইউপি সদস্য রায়হানের নেতৃত্বে তিন দফায় আমাদের কাছে, ২০ হাজার, ৫০ হাজার ও এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিতে পারায় গত ৩ মার্চ শামীম মোড়লের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

তারা আরও বলেন, রায়হান মেম্বারের নেতৃত্বে সাঈদ মোড়ল, জুবায়ের মোড়ল, নাজমুল মোড়ল আমাদের কাছে টাকা চান। চাঁদার টাকা না দিতে পারায় আমাদের চারটি পরিবারকে গত ২১ দিন বাড়িছাড়া করে রেখেছেন। এলাকায় গেলে বিভিন্ন সময় মারধর করেছে। আমরা এর বিচার চাই।

জানা যায়, ইউপি সদস্য রায়হান বিগত সময়ে আওয়ামী লীগের সমর্থনে ইউপি সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি নিজেকে বিএনপিকর্মী হিসেবে দাবি করছেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু, মো. সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।