ঢাকা | এপ্রিল ৫, ২০২৫ - ২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

ইনু মেনন দীপু মনি ৪ দিনের রিমান্ডে

  • আপডেট: Wednesday, March 19, 2025 - 6:09 am

নিজস্ব প্রতিবেদক।। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে মামলার শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত।

এ ছাড়া যাত্রাবাড়ি থানার ১৬টি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতদের আদালতে নেওয়া হলেই তারা দাবি করেন বহু আগেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন এবং আন্দোলন দমনে ভূমিকা ছিল না। অথচ দেশবাসী দেখেছে কীভাবে তারা আন্দোলন দমন করেছেন।