ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: Wednesday, February 21, 2024 - 7:38 am

নিজস্ব প্রতিবেদকঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেন করেছে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

 

আজ বুধবার (২১ ফ্রেবুয়ারি) কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে সকাল সাত টায় নিউ মার্কেটের দক্ষিণ গেটে জমায়েত হয়ে প্রভাতফেরি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্য্য সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

 

এসময় জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানের নেতৃত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক  প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম.পি।

এসময় আরও অংশগ্রহণ করেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহাম্মদ, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মানগর দক্ষিণের জনাব মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ কালু শেখ সহ  ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখা, আঞ্চলিক শাখা, অন্তভর্‚ক্ত বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্রাফ্ট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, মহিলা কমিটি, যুব কমিটি, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের সকল জেলা, মহানগর, অঞ্চল, বৈদেশিক শাখা, উপজেলা/থানা/ পৌর শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।