ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৫ - ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী-আলোচনা সভা  

  • আপডেট: Monday, September 8, 2025 - 11:26 am
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে- সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  হতে বর্ণাঢ্য বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন- জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জ এবং জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও আশা প্রজেক্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টরের সহকারী কমিশনার মো. ফজলে- রাব্বী, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা রিয়াজুল ইসলাম প্রমুখ ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,  ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক  মো. সাজেদুল ইসলাম, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর সাত্তার খান প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনডিপি’র উপ-পরিচালক, এমএন্ডই কাজী মাসুদুজ্জামান।
দিবসটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  এসএমসির সদস্য, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাক্ষরতা নিশ্চিত করার জন্য সকলে এক সঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আশার জন্য আহব্বান করা হয়।