ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জের সলঙ্গায় কৃষকের বাড়ি পুড়ে ছাই

  • আপডেট: Monday, February 17, 2025 - 11:59 am

আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় এক কৃষকের বাড়ি আগুনে পুড়ে ছাই। এতে করে ঐ কৃষকের ঘর ও আসবাব পত্র মিলে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

রবিবার দিনগত রাত ১১ টার দিকে সলঙ্গা থানার জালশুকা গ্রামের মৃত গরিবউল্লাহ সরকারের ছেলে আক্কেল আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, আক্কেল আলীর বাড়িতে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে আগুল লাগে । এসময় ভুক্তভোগী পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও, মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্লিকান্ডের সঠিক কারণটি জানা যায়নি। তবে শত্রুতার কারনে এমনটা হতে পারে বলে অনেকের ধারণা

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।