সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রী (১৪) গায়ে হাত লাগার ঘটনায় ইউপিডিএফের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের কারণে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে এক ব্যবসায়ী কলা তোলার সময় ওই স্কুলছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে তাকে উপস্থিত পাহাড়ি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরি করে।
খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনাসদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপি-সহ লোকজন বাধা প্রদান করে। স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছেন। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারণ করতে মরিয়া ইউপিডিএফ। গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্টগোল সৃষ্টি করে পাহাড়ি-বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে, যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।