ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ৬:৫১ অপরাহ্ন

শিরোনাম

সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, আহত ১২

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 11:07 am

রাঙ্গামাটি প্রতিনিধি।। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। বুধবার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম পিংকি। আহতদের সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে সবাইকে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ঘটনায় ক্ষুব্ধ পর্যটকরা অভিযোগ করেছেন, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে সাজেকে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা এসব বিষয় খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।