সাংবাদিক ইউসুফ আলীর মেয়ে ও ভাতিজি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ

জাগো জনতা অনলাইন।। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে জাগো জনতার সহকর্মী সাংবাদিক ইউসুফ আলীর মেয়ে ইশরাত জাহান ইভা সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ বাইপাইল শাখা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.০৬ পেয়ে পাশ করে। অপর দিকে তার ভাতিজি ফাহিমা আক্তার বৃষ্টি বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে একাউন্টিং এ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়—যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে মোট জিপিয়ে-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি। দেশের মোট ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।